বিশালগড় বাইপাস সড়কে দিন দুপুরে যুবক অপহরণের ঘটনায় নিবার নয়া মোড় নিয়েছে।গত ১৯ জুলাই বিশালগড় বাইপাস সড়কে যে যুবকটিকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছিল তার নাম মনোজিত দেব,বাড়ি বিশালগড়ের দুই নং গৌতম নগর এলাকায়।খবর নিয়ে জানা গেছে বিশালগড় মহকুমা শাসক অফিস চত্বরে মনোজিত দীর্ঘদিন ধরেই অবৈধ কাগজপত্র বের করার দালালি করে অাসছে।তার পাশাপাশি বিশালগড় মহকুমা কার্যালয়ে চাকুরি পাইয়ে দেবার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এই মনোজিৎ এর বিরুদ্ধে।যে কয়েকজন যুবক ঐদিন মনোজিৎকে জোরপূর্বক তুলে নিতে দেখা গিয়েছিল তাদের মধ্যে একজনের আত্মীয়ের কাছ থেকেও একইভাবে চাকুরী দেওয়ার নাম করে মনোজিৎ মোটা অংকের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।পরে তার প্রতারণা ধরা পড়লে তার কাছে সেই টাকা ফেরত চাইতেই শুরু করে তালবাহানা। কিছুতেই সেই টাকা ফিরিয়ে না দেওয়ায় ঐদিন জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় যুবকেরা।তাদের এই কাজ কোনভাবেই সমর্থনের যোগ্য না হলেও এভাবে আইন হাতে তুলে নেওয়াটা মোটেও কাম্য নয়।তবে মনোজিতের নামেও জালিয়াতির মত গুরুতর অভিযোগ রয়েছে।সরকারি অফিসে চাকুরী পাইয়ে দেবার নাম করে মোটা অংকের টাকা আদায় করে ভুয়া সরকারি প্রমাণপত্র প্রদান করছে এই মনোজিৎ দেব।ঠিক একই রকম ভাবে মনোজিতের প্রতারণার ফাঁদে পড়ে বিশালগড় নবীনগর এলাকার যুবক টিটন মিঞা মেলাঘরের অপর এক যুবক।পরে মনোজিতের প্রতারণার রহস্য উন্মোচনের পর প্রতারণার শিকার হওয়া যুবকরা বিশালগড় থানার দারস্ত হয়।শনিবার রাতে মনোজিৎ এর বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে নবীনগরের টিটন মিঞা।এখন পুলিশ প্রতারণার মাস্টারমাইন্ড মনোজিৎ এর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেই তাকিয়ে সকলে।