<p dir="ltr"><em><strong>শনিবার সকালে কাঠালিয়া মুড়া,উড়মাই,ম্যাজিদা বাড়ি,বিরামপুর এলাকা থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ ২টি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট পাঁচজন মানব পাচারকারীকে আটক করেছে।আটককৃতরা হল </strong></em> <em><strong>জলীল মিয়া,মোঃ হাসান,মনির হোসেন, জসীমউদ্দীন ও আলমগীর হোসেন।</strong></em></p>