আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে আটক দুই মানব পাচারকারী।পূর্বে এক মামলার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাদের জালে তুলতে সক্ষম হয়েছে।জানা গেছে ভোর রাতে তাদের আগরতলা রাজনগর ও গজারিয়া এলাকা থেকে জালে তুলেছে পুলিশ।আটক কৃতদের একজনের নাম সুমন দাস (৩৩) ও রাজীব মিয়া (৩৮)।