<em><strong>শনিবার পুরোনো এক মামলায় আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে আটক কৈয়াঢেপা এলাকার দুই মানব পাচারকারী ইন্দ্রজিৎ দাস ও সুভাষ রুদ্র পাল।আগরতলা জিআরপি থানা,বিএসএফ ও মধুপুর থানার পুলিশ কৈয়াঢেপা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের জালে তুলতে সক্ষম হয়েছে।</strong></em>