সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ মধুপুর বাজারটিলা এলাকায় মদ বিরোধী অভিযান সংঘটিত করতে গিয়ে প্রচুর পরিমাণ মদ উদ্ধারের পাশাপাশি গাঁজাও উদ্ধার হয়।খবর নিয়ে জানা গেছে মধুপুর থানার এএসআই তপন দেবনাথ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ নিয়ে সুরজ রায়(২২) ও হারিজ মিয়ার(৩২) বাড়িতে মদ বিরোধী অভিযান সংঘটিত করে।দুজনের বাড়িতেই প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধারের পাশাপাশি হারিজ মিয়ার বাড়ি থেকে চার পাঁচ কেজি শুকনো গাঁজার কিছু অবশিষ্ট উদ্ধার করে বলে জানান মধুপুর থানার ওসি।স্থানীয় একটি বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী হারেজ মিয়ার বাড়ি থেকে শুঁকনো গাঁজা সহ নেশা সামগ্রী উদ্ধারের খবর থাকলেও পুলিশের বক্তব্য এগুলো নাকি তার বাড়ির পাশে একটি অপরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে।অন্যদিকে হারেজ মিয়াকে পুলিশ জালে তুলতে না পারলেও অপর নেশা কারবারি সুরজ রায়কে আটক করে টি.ই এক্টের ৬৯ ধারায় মামলা নথিভুক্ত করে কোর্টে প্রেরণ করেছে।