পুকুরের জলে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনে তাদের পরিজনদের সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তাদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী।ঘটনাটি ঘটেছিল গত ৬ সেপ্টেম্বর বিশালগড় মুড়াবাড়ি এলাকায়।মূলত মনসা পূজার দশমী শেষে বিশালগড় বালক বাবা আশ্রমের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল সৈকত দেবনাথ ও দিবাকর দাস নামে দুই শিশুর।সম্পর্কে তারা আবার একে অপরের মামাতো পিসতুতু ভাই।এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বাড়িতে যান বিধায়ক সুশান্ত দেব,জেলা শাসক ডাঃ বিশাল কুমার,জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি সহ অন্যান্যরা।প্রয়াত দুই শিশুর পরিবারের সাথে কথা বলে তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।তাছাড়া তাৎখনাৎ ঐদিন ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে মৃত দুটি শিশুর পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়েছিল,মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজ হাতে দুটি পরিবারের হাতে আরও তিন লক্ষ্য নব্বই হাজার টাকার চেক তুলে দেন।পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর ডা:মানিক সাহা জানান এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক যা কোন ভাবেই ভাষায় প্রকাশ করার মতো নয়।এমন একটি অনুষ্ঠানের পর এভাবে দুটি শিশু চিরতরের মতো হারিয়ে যাবে তা কেউ ভাবতে পারেনি।তবে তাদেরকে ফিরিয়ে আনতে না পারলেও এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই দুটি পরিবারের হাতে এই সামান্য অর্থ রাশি তুলে দেওয়া হয়েছে।আগামীদিনেও যেকোনো পরিস্থিতিতে সরকার এই পরিবারগুলোর পাশে থাকবে বলেও জানান।