নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ।গোয়েন্দা পুলিশের গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় থানার ওসি তাপস দাসের নেতৃত্বে শনিবার রাতে বিশাল টি.এস.আর ও পুলিশ বাহিনী নিয়ে হানা দেয় বিশালগড় দূর্গানগর এলাকার বাসিন্দা প্রবীরুল আলম উরফে প্রবীরের(৪২) বাড়িতে।দীর্ঘ তল্লাশি চালিয়ে তার ঘর থেকে ৪২টি ব্রাউন সুগার ভর্তি কন্টেইনার এবং ২৫০টি খালি কন্টেইনার সহ তিনটি দামি স্মার্টফোন ও নগদ ৫১২৫ টাকা ভারতীয় কারেন্সি উদ্ধার হয়।পাশাপাশি প্রবীরুল আলম(৪২) সহ তার ঘর থেকে অপর দুই নেশা কারবারি টুটন কবির(৩৪), জালাল মিয়া(৩৩)কে ও জালে তুলতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ।খবর নিয়ে জানা গেছে এই প্রবীর আলম গত দেড় বছর আগে গাঁজা পাচারের অভিযোগে আসামের জেলে ছিল বেশ কয়েক বছর।এখন বাড়িতে এসে পুনরায় শুরু করেছে ব্রাউন সুগারের পাইকারি ও খুচরো ব্যবসা।এদিকে বিশালগড় থানার পুলিশ তাদের বিরুদ্ধে এন.ডি.পি.এস অ্যাক্টের 22(B)/25/27-A/29 ধারায় একটি মামলা নথিভুক্ত করেছে যার নম্বর BLG P.S Case No- 95/2023।