জলে ডুবিয়ে দুই শিশু সন্তানকে হত্যা করল ডাইনি প্রকৃতির এক জন্মদাএী মা।চাঞ্চল্যকর হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে আসামের সোনাই সমষ্টির কচুদরম থানার অন্তর্গত ভাউরিকান্দি গ্রামে।শুক্রবার সাতসকালে নিজ গর্ভজাত দুই শিশু কন্যাকে জলে ডুবিয়ে খুন করলেন ডাইনি প্রকৃতির এক জন্মদাএী মা।ন্যাক্কারজনক এই ঘটনার ফলে গোটস এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।জানা গেছে,বেবুলহক লস্করের দ্বিতীয় স্ত্রী আজমিরা বেগম লস্কর নিজের দুই শিশু কন্যাকে শুক্রবার সকালে নিজ পুকুরের জলে ডুবিয়ে হত্যা করে বলে অভিযোগ।পরে ঘটনার খবর পেয়ে কচুদরম পুলিশ অকুস্থলে পৌছে দুই নিষ্পাপ শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।পাশাপাশি পুলিশ ঘাতক মা-কেও আটক করে থানায় নিয়ে যায়।
































