কমলাসাগর তারাপুর সীমান্ত হাট পুনরায় খোলার বিষয়ে দুই দেশের প্রতিনিধি দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার।করোনা মহামারীর সময় কসবা তাঁরাপুর সীমান্ত হাট বন্ধ হওয়ার পর দীর্ঘ দু-তিন বছর ধরে এই সীমান্ত হাট বন্ধই রয়েছে।ফলে অতি দ্রুত কিভাবে এই সীমান্ত হাট পুনরায় চালু করা যায় সে উদ্দেশ্যে মঙ্গলবার এক উচ্চপর্যয়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই দেশের মধ্যে।তবে প্রাথমিকভাবে যে সমস্যাগুলি সামনে এসেছে তা হল ফ্যান্সিংয়ের মেন্টিনেন্স করা এবং সীমান্ত হাটের ভেতরের রাস্তাগুলো পুনরায় সংস্কার করা।এই বিষয়গুলির উপর দু’দেশের প্রতিনিধিরাই গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করে এই সমস্যাগুলি কিভাবে অতি দ্রুততার সাথে সংস্কার কাজ সম্পন্ন করা যায় তার ওপর বিস্তারিত আলোচনা করেন।এবং আগামী ২৯ জুলাই কমলাসাগর তারাপুর
সীমান্ত হাট পুনরায় চালু করার লক্ষ্যমাত্রা নিয়েই বৈঠক সমাপ্ত হয়।২৯ জুলাই এর অনুষ্ঠানকে কিভাবে সার্থক রুপ দেওয়া যায় তা নিয়ে ২০ জুলাইয়ের মধ্যে একটি পুনরায় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে এবং ঐ দিনের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।এদিনের এই বৈঠকে বাংলাদেশের তরফে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এডিএম সারমিন সুলতানা,উপজেলার চেয়ারম্যান শাইদুল রহমান,বিজিবি নায়ক সুবেদার মনোরঞ্জন সরকার এবং ভারতের তরফে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক,মহকুমা শাসক এবং ডিসিএম সহ অন্যান্য আধিকারিকরা।