দীর্ঘদিনের দাবি পূরণের খবর শুনে আট থেকে আশি,বৃদ্ধ জওয়ান,পুরুষ কি মহিলা সকলের চোখেই তৃপ্তির জল।শুক্রবার সকালে কমলাসাগর বিধানসভার বিধায়িকা বেশ কয়েকটি এলাকা পরিদর্শনকালে এমনই চিত্র পরিলক্ষিত হয়েছে।দীর্ঘ ৫০ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তাগুলো তৈরির জন্য স্থানীয়রা বিধায়কের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।তাছাড়া এই গ্রামীন রাস্তাগুলো নির্বাচনী প্রতিশ্রুতি গুলির মধ্যেও ছিল অন্যতম।ফলে বিধায়িকার অক্লান্ত পরিশ্রমের ফলে কমলাসাগর বিধানসভার বিভিন্ন সমস্যা গুলির মধ্যে থেকে এই তিনটি রাস্তা মঞ্জুর করতে সক্ষম হয়েছে।আর এই খবর স্থানীয়দের মধ্যে পৌঁছতেই সকলের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করে।একটা সময় গ্রামের মহিলারা ঘর থেকে আবির এনে বিধায়িকাকে তিলক লাগিয়ে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে।তিনিও স্থানীয়দেরকে আশ্বস্ত করেন আগামীদিনে যে দাবিগুলি আছে তা ধীরে ধীরে পূরণ করতে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করবেন।