গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে শনিবার তিপ্রা মথার ডাকে ১২ ঘণ্টা বনধে সারা রাজ্যের সাথে বিশালগড় মহকুমাও ছিল পুরোপুরি স্তব্দ।এদিন সকাল থেকেই বনধ্কে সফল করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের এডিসি এলাকাগুলিতে পথ অবরোধ করে মথার কর্মী সমর্থকরা।সেই মোতাবেক বিশালগড় মহকুমার তিনটি জায়গা যথাক্রমে বিশ্রামগঞ্জ থানার দেওয়ান বাজার,তক্সাপাড়া,রাজা চৌমুহনী এবং বিশালগড় থানা এলাকার চেলিখলায় পথ অবরোধে বসে মথার কর্মী সমর্থকরা।এদিন বিশালগড় থানার অন্তর্গত চেলিখলা এলাকায় বক্সনগর থেকে বিশালগড় যাওয়ার রাস্তা অবরোধ করে।অবরোধস্থলে নেতৃত্বদেন এমডিসি উমাশঙ্কর দেববর্মা,মথার নেতা পাণ্ডব দেববর্মা সহ অন্যান্যরা।এক সাক্ষাৎকারে এমডিসি উমা শঙ্কর দেব্বর্মা বলেন,দীর্ঘ ৭৫ বছর ধরে জনজাতিরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত।তাই তারা পৃথক রাজ্য তথা গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে আজকের এই ১২ ঘণ্টার বনধ কর্মসূচি হাতে নিয়েছে।এদিকে বিশ্রামগঞ্জের তক্সাপাড়া রাজা চৌমুহনী এলাকাতেও মথার কর্মী সমর্থকরা আগরতলা-সোনামুড়া সড়ক অবরোধ করে।এই অবরোধ স্থলে নেতৃত্ব দেন বিধায়ক সুবোধ দেববর্মা এবং তিপ্রা মথা দলের স্টেট অবজারভার বুদ্ধ দেববর্মা।তিনি সাংবাদিকদের সামনে বলেন সরকার যদি মথার দাবি পূরণ না করে তাহলে আগামীতে অনির্দিষ্ট কালের জন্য রাজ্য বনধের পথে হাঁটবে দল।অন্যদিকে দেওয়ান বাজার এলাকায়ও আগরতলা -সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে তিপ্রা মথার কর্মী সমর্থকরা।সকাল ৬ টা থেকেই জাতীয় অবরোধ শুরু করে তারা।দেওয়ান বাজার এলাকায় পথ অবরোধের নেতৃত্ব দেন তিপ্রা মথার বিধায়ক মানব দেববর্মা সহ অন্যান্যরা।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক মানব দেববর্মা জানান তাদের একটাই দাবি গ্রেটার তিপ্রা ল্যান্ড। মূলত তিপ্রাসাদের একটি স্থায়ী সমাধানের জন্য এই বনধ। তিনি বলেন শুধু এডিসি এলাকা নয়, এডিসি এলাকার বাইরেও সাধারন মানুষ এই বনধকে পূর্ণ সমর্থন দিয়েছে, তাই তিনি সকলকে ধন্যবাদ জানান।তবে চেলিখলা এবং বিশ্রামগঞ্জ এলাকায় বনধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।যদিও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণে পুলিশ, সি আর পি এফ এবং টি এস আর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।