নিজস্ব প্রতিনিধি গোপাল সিং এর রিপোর্টঃ
বিএসএফের নাকের ডগা দিয়ে রাতের আঁধারে বাংলাদেশী চোর হানা দিয়ে নিয়ে যায় গবাদিপশু, ক্ষুব্ধ গ্রামবাসী।
সীমান্ত কাঁটাতারের বেড়া যেন আর বাধাই নয় ওপারের চোরদের জন্য।বিএসএফ টহলদারিতে কতটা পালোয়ান তা প্রতিদিন রাজ্যবাসী সংবাদে দেখতে পাচ্ছে।এদিকে কৈলাসহর সমরুরপার ৩নং ওয়ার্ড এলাকায় রাতের অন্ধকারে গবাদি পশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ শুক্রবার গভীর রাতে বাংলাদেশী গরু চোরেরা আন্তর্জাতিক সীমানার তাঁরকাটা বেড়া কেটে এলাকার এক ব্যক্তির গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়।
গরুর মালিক জানান,প্রতিদিনের মত তিনি রাতে গরুটি গোয়ালঘরে বেঁধে রাখেন।কিন্তু শনিবার সকালে উঠে দেখেন গরুটি উধাও।বহুু খোঁজাখুঁজির পর দেখা যায়,সীমান্তের কাছে তাঁরকাটা বেড়ার একটি অংশ কাটা।এতে সন্দেহ হয় হয়ত চোরের দল বেড়া কেটে বাংলাদেশে গরুটি পার করেছে।
ঘটনার পর গরুর মালিক কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও গরু পাচারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

































