রবিবার গকুলনগরস্থিত টিএসআর প্রথম ব্যাটেলিয়ান আয়োজিত দুর্গাপূজোর শুভ উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।এদিনের এই দূর্গা পুজোর উদ্বোধনকে কেন্দ্র করে বস্ত্র বিতরণ সহ পূর্বে আয়োজিত সাইকেল রেলি ও রঙ্গোলি প্রতিযোগিতার মত বেশ কয়েকটি অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।উল্লেখ্য টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট হিসাবে ভানুপদ চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যা চোখে পড়ার মত।গকুলনগর প্রথম ব্যাটেলিয়ান সংলগ্ন বিস্তীর্ণ এলাকার বয়োজ্যেষ্ঠদের হাতে এই প্রথম ব্যাটেলিয়ানের মধ্যে দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে।