টাকারজলার হিংসাশ্রয়ী ঘটনা নিয়ে তিপ্রা মথা কর্মীদের বিরুদ্ধে সুর চওড়া করল পদ্ম শিবির । সোমবারের ঘটনা নিয়ে মথা সমর্থকদের দায়ী করল বিজেপি । এদিন শাসকদলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, টাকারজ্লায় সাংগঠনিক সভা করতে গিয়ে আক্রমণের মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য । আরক্ষা প্রশাসনের সময়োচিত পদক্ষেপে তিনি অক্ষত ভাবে ফিরে আসতে পেরেছেন। শ্রীচক্রবর্তী বলেন, মথার উগ্র কর্মীদের উন্মত্ত আক্রমনে তাদের সাতজনের মত কর্মী আহত হয়েছেন। ব্যাপক ভাঙচুর করা হয়েছে। বাইক গাড়ি সহ প্রচুর জিনিস নষ্ট হয়েছে। তিনি বলেন, লাল মথার উগ্র কর্মীদের উশৃঙ্খলতা বরদাস্ত করবে না আরক্ষা প্রশাসন । তাদের মন্ডল সভাপতি নির্মল দেববর্মার বাড়িও ব্যাপক ভাঙচুর করা হয়েছে । এসব কর্মকান্ডের প্রেক্ষিতে তিনি মথার থানসা নীতি নিয়েও প্রশ্ন রাখেন ।এদিন প্রদেশ বিজেপি সহ-সভাপতি ডা অশোক সিনহা বলেন , সয্যের সীমা অতিক্রম করে গেলে নীরব থাকা যায় না । মথা সমর্থকদের উশৃঙ্খলতা কতদিন চলবে। সরকার নিশ্চিতভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মথার এলাকায় কেউ মিটিং মিছিল করতে গেলেই তাদের আক্রমণের মুখে পড়তে হয়। মথা ছাড়া আর কোন দল এমনটা করে না । এসব উশৃঙ্খলতার বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির কথাও শোনান ডা সিনহা । তিনি বলেন,ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন আরক্ষা প্রশাসন এই উগ্রতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।