বিশালগড় বাইপাস দিয়ে চলাচল মানেই মৃত্যুকে নিমন্ত্রণ দেওয়ার শামিল।পুলিশ আছে পুলিশের জায়গায় আর ট্রাফিক আছে ট্রাফিকের জায়গায়।লোক দেখানো ট্রাফিক অভিযান করা হচ্ছে শুধু উপর মহলকে খুশি করতে।দেদার ফাইন মানি আদায় করাই এখন ট্রাফিক দপ্তরের মূল কাজ।তা না হলে বিশালগড়ে যান দুর্ঘটনা রোধ করতে এমন কোন কার্যকরী প্রদক্ষেপ কারোরই চোখেই পড়েনি এখনো পর্যন্ত।যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বুধবার তারিখ জলজ্যান্ত উদাহরণ প্রত্যক্ষ করল সাধারন বিশালগড়বাসী।এদিন দুপুরে বাইপাসে জাতীয় সড়কের উপর চার বছরের এমডি জামাল রাস্তা পারাপার করতে গিয়ে TR01AR1695 নম্বরের সিএনজি ট্রাক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।খবর পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রেফার করে দেয় হাঁপানীয়া ত্রিপুরা মেডিকেল কলেজে।অন্যদিকে বুধবার দুপুরেও একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন।চড়িলাম পুরানবাড়ী মনুফকির দর্গাহর সামনে TR03H8777 নম্বরের পালসার বাইক উদয়পুর থেকে আগরতলা উদ্দেশ্যে যাওয়ার পথে দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে গিয়ে সজোরে ধাক্কা মারে।সঙ্গে সঙ্গেই রাস্তায় ছিটকে পড়ে তপন সূত্রধর ও বাবুল চক্রবর্তী।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা।