জনজাতি নাবালিকা অপহরণের এক সপ্তাহ পরও উদ্ধার না হওয়ায় শনিবার মধুপুর থানা ঘেরাও করল হিন্দু সংগঠনের কার্যকর্তারা।খবর নিয়ে জানা গেছে গত এক সপ্তাহ আগে মধুপুর থানাধীন আদর্শ কলোনি এলাকার এক জনজাতি নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় মিয়াপাড়ার সাব্বির হোসেন।নিজ বাড়িতে সন্ধ্যাবাঁতি দেওয়ার সময় সাব্বির ও তার সহযোগী বন্ধুরা মিলে ওই উপজাতি নাবালিকা মেয়েকে মুখে চাঁপা দিয়ে গাড়িতে তুলে অপহরণ করে।ঘটনার পর নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে গত ৬ মে অপহরণ কারির নামধাম সহ মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ওসি মামলাটি নথিভুক্ত করে পরদিন অর্থাৎ ৭মে।যার মামলা নম্বর MDP P.S Case No 10/2024।আশ্চর্যের বিষয় হল নাবালিকা মেয়ে অপহরণ মামলা সত্বেও পুলিশ পক্সো ধারায় মামলা নেয়নি।পাশাপাশি ভারতীয় দন্ড বিধির 363(A) ধারার পরিবর্তে 363 ধারায় মামলা নথিভুক্ত করে।ফলে মধুপুর থানার পুলিশ জেনেশুনে মামলাটি হালকা করে অপহরণ কারিকে পার পাইয়ে দেওয়ার অপকৌশল নেওয়ার অভিযোগে হিন্দু সংগঠনের কার্যকতারা থানায় ডেপুটেশন প্রদান করে দুদিনের সময় বেঁধে দেন।এরমধ্যে নাবালিকা উদ্ধার না হলে সংগঠনের তরফে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।