ক্লাবের ভূমিকা সবসময় নিরপেক্ষ হওয়া প্রয়োজন । স্থানীয় বহু সমস্যার মুখোমুখি হতে হয় ক্লাবকে ।যার জন্য বর্তমান সময়ে ক্লাবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ।রবিবার রাজধানীর বেশ কয়েকটি ক্লাবের রক্তদান শিবিরের যোগ দিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা । তিনি এদিন ক্লাবগুলিকে আরো দায়িত্বশীল হতেও বলেছেন ।আসন্ন শারদ উৎসব নিয়েও তিনি দায়িত্বপূর্ণ ভূমিকা চেয়েছেন ক্লাবগুলির ।
মুখ্যমন্ত্রী ডা সাহা বলেন, কিছুদিন পরেই বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। চাঁদার জুলুম যেন উৎসবের আমেজকে ম্লান না করে এ মর্মে ক্লাব কর্তৃপক্ষকে সচেষ্ট থাকতে হবে ।
ছুটির দিনে তিনটি রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী ডা. সাহা। এদিন তিনি প্রথমে যান রাজধানীর ভট্টপুকুর এলাকার নিবেদিতা সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে।। তারপর যান উত্তর বড়দোয়ালী রিক্রিয়েশন সেন্টারের নবনির্মিত পাকা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং রক্তদান শিবিরে। এরপর মুখ্যমন্ত্রী যান রাজধানীর শিবনগরের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের স্বাস্থ্য কাঠামোর উন্নয়নের চিত্র মেলে ধরেন ।