থানা না কসাইখানা এ নিয়ে দ্বন্দ্বে পড়েছে বিশালগড়ের সাধারণ মানুষ।কারণ ইদানিং বেশ কয়েকটি ঘটনায় লক্ষ্য করা গেছে গ্রামবাসীদের সফলতাকে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে বিশালগড় থানা।সোমবার দুপুরে গবাদিপশু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে TR071764 নম্বরের বোলেরো গাড়ি সহ আটক হয় কমলাসাগর সীমান্তবর্তী এলাকার দুই কুখ্যাত গরু পাচারকারী আতুর রহমান ও কাসেম মিয়া নামে দুই চোর।পরে দুই চোরকে উত্তম মাধ্যম দিয়ে তাদের সহযোগীদের নামধাম বিস্তারিত বের করে বিকেল নাগাদ দুই চোরকে স্থানীয়দের তরফে তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে।কিন্তু আশ্চর্যের বিষয় হল মঙ্গলবার দুপুরে বেশ ঢাক-ঢোল পিটিয়ে নিজেদের বিরাট সফলতা বলে চালানোর চেষ্টা করে বিশালগড় থানা কর্তৃপক্ষ।এ নিয়ে হাসির রুল পড়েছে এনসিনগরের স্হানীয়দের মধ্যে।পুলিশ সূএে খবর মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়েছে।