আগরতলা পুর নিগমের নিগমের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে শুক্রবার বৈঠক করল বিজেপি । লোকসভা নির্বাচনের লক্ষে ওই বৈঠক হয়েছে ।এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্যের পৌরহিত্যে ওই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, অমিত রক্ষিত প্রমুখ । বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের সিংহ ভাগ ওয়ার্ডের জন প্রতিনিধিগন, সদর শহর ও গ্রামীণের মন্ডল সভাপতিসহ অন্যান্য নেতৃত্ব । মূলত দলের আগামী দিনের রনকৌশল এবং লোকসভা নির্বাচনের জন্য কর্পোরেটরা কতটা প্রস্তুত সেই বিষয়ে খোঁজ খবর নিতেই বৈঠকের আয়োজন করা হয়। তাতে পুর নিগমের বিভিন্ন সমস্যার কথা মেলে ধরেন কর্পোরেটরগণ । বৈঠকে বুথ সভাপতিদের সাথে কর্পোরেটরদের সমন্বয় বাড়ানোর লক্ষ্যেও শলাপরামর্শ হয় ।
































