বিশালগড়ে পুনরায় রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক।এরই অঙ্গ হিসাবে বিশালগড় কড়ুইমুড়ার মোশাররফ হোসেনের বাড়িতে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে।আক্রমণকারীদের বীভৎসতা এতটাই ব্যাপক ছিল যে ঘরের আসবাবপএ গুলি চুরমার করে দেওয়া হয়েছে।মোশাররফ হোসেনের স্ত্রী পেশায় বিদ্যালয় শিক্ষিকা অভিযোগ করেন আক্রমণকারীরা একটা সময় উনার বিদ্যালয়ের ছাত্র ছিল।অনেক আকুতি মিনতি সত্ত্বেও স্বামী কেন বিরোধী দলের কার্যক্রমে অংশগ্রহণ করেছে এই অভিযোগ এনে চুড়মার করে দেওয়া হয়েছে বসত ঘর।সঙ্গে ১০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ২ লক্ষ টাকা ছিনতাই করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।ফলে এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বিশালগড়ে রাজনৈতিক অস্থিরতা চরমে।