ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ডিসটেন্স এডুকেশন 2020 থেকে এডমিশন বন্ধ হয়ে আছে। যার ফলে রাজ্যের প্রায় ১০ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
রাজ্যের ২৩ টি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বি এ প্রায় ৭ হাজার শিক্ষার্থী পড়ত। বিশ্ববিদ্যালয় এম এ তিন বিষয়ে যেমন – বাংলা, এডুকেশন, পলিটিক্যাল সাইন্স, ৭০০ করে ২১০০ শিক্ষার্থী ভর্তি হতো । এতে বিশ্ববিদ্যালয় বছরে প্রায় এক কোটি টাকা পেত।
তাছাড়া ডিসটেন্স এডুকেশনে ৪০ শতাংশ জনজাতি ছেলে মেয়ে ভর্তি হতো। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষণ ব্যবস্থায় দিব্যঙ্গ ছাত্র, ছাত্রীদের পড়ার খুবই সুবিধা ছিল । চাকুরীজীবী , গরীব ছাত্র ছাত্রী বাড়িতে বসে পরীক্ষা সময় পরীক্ষা, এসাইনমেন্ট জমা দিয়ে উচ্চশিক্ষার সুবিধা পেত। বর্তমান সময়ে কলেজ থেকে পাশ করেও সবাই বিশ্ববিদ্যালয় পড়তে পারবে না। অথচ ডিসটেন্স এডুকেশন আবার শুরু হলে দুই তিন হাজার শিক্ষার্থী এম, এ পড়তে পারবে।
বিভিন্ন ছাত্র সংগঠন দাবি জানালেও কেন্দ্রীয় সরকার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ডিসটেন্স এডুকেশন চালু করছে না। এর ফলে রাজ্যের ছাত্র, ছাত্রী, উচ্চশিক্ষা থেকে বঞ্ছিত হচ্ছে।