নাবালিকা মেয়ে অপহরণের অভিযোগ নথিভুক্ত করতে গিয়ে ব্যাপক তালবাহানার অভিযোগ বিশালগড় মহিলা থানার বিরুদ্ধে।গত ১১ এপ্রিল দক্ষিণ চাম্পামুড়া এলাকা থেকে একটি নাবালিকা মেয়েকে ভালবাসার ফাঁদে ফেলে পালিয়ে যায় দুই সন্তানের পিতা উজ্জ্বল খান।বিলোনিয়া রাজনগরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ওই নাবালিকার সাথে শারিরিক ধর্ষণ করে বলে অভিযোগ।কিন্তু আশ্চর্যের বিষয় হল নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার ছয় দিন পেরিয়ে গেলেও বিশালগড় মহিলা থানায় কোন এফআইআর রেজিস্ট্রি হয়নি অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে।নাবালিকা মেয়ের পরিবারটিকে বিশালগড় মহিলা থানা থেকে আমতলী থানায় এবং আমতলী থানা থেকে মহিলা থানার দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে দিনের পর দিন।ফলে চাইল্ড লাইন ওয়েলফেয়ার কমিটি ও একটি হিন্দু সংগঠনের কার্যকর্তাদের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধারের পর একরাশ ক্ষোভ উগরে দেন বিশালগড় মহিলার থানার ওসির বিরুদ্ধে।
































