অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় ২০০ নং ব্যাটেলিয়নের বিএসএফ এবং বিশালগড় থানার পুলিশের যৌথ উদ্যোগে আটক প্রচুর পরিমাণে বেআইনি পটকা বাজি।জানা গেছে বৃহস্পতিবার বিএসএফএর ২০০ নং ব্যাটিলিয়ানের কাছে গোপন সূএে খবর ছিল একটি অবৈধ বাজিপটকা বোঝাই গাড়ি রাজধানী থেকে বিশালগড় হয়ে কলমচৌড়া থানা এলাকার রহিমপুর দিয়ে বাংলাদেশে পাচার করা হবে।ঠিক তখনই বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিল এলাকা থেকে TR07D1569 নম্বরের বোলেরো পিকআপ বাজিপটকা বোঝাই করে রওনা হয় বাংলাদেশের উদ্দেশ্য।এমন সময় বিশালগড় থানার পুলিশ ও বিএসএফ জওয়ানরা যৌথ অভিযান চালিয়ে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়,যদিও গাড়ির চালক কবির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।জানা গেছে কবির হোসেনের বাড়ি কলমচৌড়া থানাধীন রহিমপুর বাজার সংলগ্ন এলাকায়। আটককৃত বাজিগুলির বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ্য টাকা হবে বলে জানিয়েছেন বিশালগড় থানার ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ ও মিতা দও।প্রতিদিন বিশালগড়ের উপর দিয়ে প্রায় ২৫ থেকে ৩০ টি অবৈধ বাজির গাড়ি রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে।অথচ এই গুলোকে আটকাতে তেমন কোনো তৎপরতা দেখা যায়না বিশালগড় থানার পুলিশের তরফে।