রবিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বর্ষবরণ উৎসব।বিশালগড় নতুন টাউন হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা:মানিক সাহা।সুস্থ সমাজ গড়তে এবং নেশা মুক্তির যে স্লোগান তাকে বাস্তবায়িত করতে এই ধরনের সাংস্কৃতিক কর্মকান্ডের ভূয়ষী প্রশংসা করে মুখ্যমন্ত্রী নিন্দুকদের এক হাত নেন।রাজ্য সরকার প্রতিনিয়ত রাজ্যের সাংস্কৃতিক কর্মকান্ডের উপর জোর দিলেও একটা অংশ বরাবরই রাজ্যে সরকারকে কালিমা লিপ্ত করতে প্রতিনিয়ত অপচেষ্টা চালাচ্ছে।বাঙালি এবং জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে শান্তি সম্প্রীতি বিনষ্টর চেষ্টা করছে বলেও জানান।এদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের আগামী দিনের কি রূপরেখা তাও এক প্রকার স্পষ্ট করে দেন।তিনি বলেন মানুষ শান্তি সম্প্রীতির পক্ষে।মারামারি,হানাহানি,দাঙ্গা এগুলো সুস্থ সমাজ পছন্দ করেনা ও মেনে নেয় না।তাই যারাই এই কাজগুলো করছে সে শাসকদলেরই হোক কিংবা বিরোধীদলের সমর্থক ই হোক অনেক বার্তা দেওয়া হয়েছে শুধরে নেওয়ার,তাই এখন একশন শুরুর সময় বলেও চরম হুঁশিয়ারি দেন সমাজদ্রোহীদের।তাই নববর্ষের এই সন্ধ্যায় রাজ্যকে যাতে উন্নয়নের চরম শিখরে পৌঁছানো যায় সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তাই সকলকে শপথ নেওয়ার আহ্বান জানান তিনি।মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব,জেলার সভাধিপতি সুপ্রিয়া দাশ দত্ত,জেলাশাসক ডঃ বিশাল কুমার,মহকুমা শাসক বিনয় ভূষণ দাস,বিএমসির চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ,সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব কমিটির উদ্যোগে এবং বিশালগড় পুর পরিষদ ও তথ্যসংস্কৃতি দপ্তরের সহায়তায়।