ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি(IIT)এর জেম এন্ট্রান্স পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ৪৬০ এবং রাজ্যে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল বিশ্বজিৎ দেবনাথ।বিশালগড়ের প্রত্যন্ত এলাকা কড়ুইমুড়া সংলগ্ন রঘুনাথপুর এলাকা থেকে দারিদ্রতার সাথে লড়াই করে এমন রেজাল্ট করাটা মোটেই সহজ ছিল না বিশ্বজিৎ এর পক্ষে।পড়াশুনার প্রতি একাগ্রতা এবং অদম্য ইচ্ছাশক্তির বলে পরিবারের আর্থিক অনটনকে দূরে ঠেলে বিশাল গড়ের বুকে দৃষ্টান্ত স্থাপন করল।জানা গেছে ছোটবেলা থেকেই পড়াশোনার ক্ষেত্রে মেধাবী ছাত্র হিসাবেই এলাকায় পরিচিত।পদার্থবিদ্যায় অনুষ্ঠিত এই এন্ট্রান্স পরীক্ষায় সারা ভারতবর্ষ থেকে মোট ১২৩৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।এরমধ্যে বিশ্বজিৎ এর রেঙ্ক হচ্ছে সর্বভারতীয় স্তরে ৪৬০ এবং রাজ্যে প্রথম।