ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশন ও বিশালগড় মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয়েছে একটি মেগা রক্তদান শিবির।উক্ত শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃমানিক সাহা।সম্প্রতি রাজ্যে অনুষ্ঠিত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই রাজ্যে রক্তের তীব্র সংকট চলছিল।ব্লাড ব্যাংকের তরফে কোন উপায়ান্তর না দেখে বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে নেওয়ার পরে তিনি সংবাদ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে রক্তদানের আহ্বান জানিয়েছিলেন।উনার এই আহ্বানেই সাড়া দিয়ে ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশন ও বিশালগড় মহকুমা প্রশাসন যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত করেন।আজকের এই রক্তদান শিবিরে মোট একশ দুইজন স্বেচ্ছায় রক্ত দান করেন।অনুষ্ঠানের রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড়ের ও কমলা সাগরের নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব এবং অন্তরা দেব সরকার,জেলা শাসক সন্দীপ আর রাঠোর,মহকুমা শাসক বিনয়ভূষণ দাস,ত্রিপুরা সিভিল সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অসীম সাহা,সমাজসেবী নবদল বণিক সহ অন্যান্যরা।