দলের তরফে ঘোষণা হয়েছিল আগেই। সেই মতোই বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় বারের জন্য শপথ নিলেন ডা মানিক সাহা। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির শীর্ষস্থানীয় অন্য নেতারা। তবে নির্বাচনের ফলপ্রকাশের পর বিজেপির বিরুদ্ধে ‘সন্ত্রাস’-এর অভিযোগ তুলে শপথগ্রহণ বয়কট করল সিপিএম এবং কংগ্রেস।
এদিন মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহার সাথে তার মন্ত্রিসভার ৮ সদস্য শপথ নেন। এদের মধ্যে ছিলেন রতনলাল নাথ,প্রনজিৎ সিংহ রায়,সান্তনা চাকমা,সুশান্ত চৌধুরী,টিংকু রায়,বিকাশ দেববর্মা,সুধাংশু দাসএবং শুক্লাচরণ নোয়াতিয়া। ডা. সাহা নেতৃত্বাধীন বিগত মন্ত্রিসভা থেকে চারজন বাদ পড়েছেন। তারা হলেন মনোজ কান্তি দেব,রামপদ জমাতিয়া, রামপ্রসাদ পাল এবং ভগবান চন্দ্র দাস। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করা হবে বলে জানা গেছে।