নির্বাচনের ফলাফল নিয়ে সারা রাজ্যের সাথে বিশালগড়ের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হলেও দু-নম্বরী কারবারীদের ব্যবসায় বিন্দুমাত্রও ভাটা পড়েনি।কারণ সোমবার গভীর রাতে আগরতলা থেকে অবৈধ বাজি পটকা বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া TR07B1820 নম্বরের বোলেরো পিক আপ গাড়িটি বিশালগড়ে পৌঁছতেই আগাম সূত্রের খবর অনুযায়ী পুলিশ উৎপেতে বসে থাকে কড়ুইমুড়া এলাকায়।কিন্তু পুলিশের মধ্যে থেকেই পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষাকারীর কাছ থেকে আগাম খবর পেয়ে পাচারকারীরাও গাড়িটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে বোলেরো গাড়ি থেকে বাজি পটকাগুলি নামিয়ে জঙ্গলে নামিয়ে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয়।ভোররাতেই পুলিশের কাছে পুনরায় খবর চলে আসায় বাজি পটকাগুলি উদ্ধার করতে মাঠে নামে বিশালগড় থানার পুলিশ।ভোর রাতে কড়ুইমুড়া এলাকায় পৌঁছে মোট বাজি পটকার অর্ধেক উদ্ধার করতে সক্ষম হলেও এক অদৃশ্য শক্তির চাপে পড়ে শেষ পর্যন্ত পাচারকারীরা বোলেরো গাড়িটি বিশালগড় থানায় এনে হাজির করে পরদিন।সূত্রের খবর মঙ্গলবার সারাদিনব্যাপী পাচারকারীদের একটা অংশ উঠে পড়ে লাগে গাড়ি সমেত বাজি পটকাগুলি থানা থেকে ছাড়িয়ে নিতে।এতে পাচারকারীরা সক্ষমও হয়েছে।বুধবার দুপুরে থানার কয়েকজনকে ম্যানেজ করে অবৈধ বাজিপটকা সহ গাড়িটিকে থানা থেকে নিয়ে গেছে কোনরকম আদালতের অর্ডার ছাড়াই।এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নির্বাচন নিয়ে চরম ব্যস্ত থাকলেও নিচুস্তরের পুলিশ আধিকারিকরা পাচারকারীদের সাথে মিলে লক্ষীর বিনিময়ে চালিয়ে যাচ্ছে অবৈধ রমরমা ব্যবসা।এত নাকা চেকিং থাকা সত্ত্বেও আগরতলা থেকে অবৈধ মালামাল নিয়ে পাচারকারীরা নিরাপদে কি করে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে।