আগরতলা শহরের জিরো পয়েন্ট কোথায় জানেন কি সেটা? তা হয়তো অনেকেরই অজানা।তবে এবার আর অজানা রইলো না। রাজধানীর কামান চৌমূহনির কামানের পরবর্তি গোল চক্কর অর্থাৎ ব্যানক চৌমুহনি ভায়া জ্যাকসন গেট এবং মোটর স্ট্যান্ডের চৌমুহনি গোল চক্করটিই ছিলো আগরতলার জিরো পয়েন্ট।গোল চক্করের সংস্কারের কাজের সময় বেরিয়ে আসে জিরো পয়েন্ট এবং রাজন্য আমলের মাইল স্টোন। এখানেই মহারাজা বীর বিক্রমের মূর্তি বানানো হচ্ছে !