বিএড তৃতীয় সেমিস্টারের পরীক্ষা নিয়ে এখনো উৎকণ্ঠা রয়ে গেছে রাজ্যের ছাত্র-ছাত্রীদের। পশ্চিমবঙ্গের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে পাঠরত ছাত্ররা ইতিমধ্যে অনেকেই কলকাতায় চলে গিয়েছে। বহু ছাত্র-ছাত্রী আগামী একুশে ফেব্রুয়ারির বিমান টিকেট কেটেছে। সেখানকার কলেজ কর্তৃপক্ষ জানায়, আরো আগে পরীক্ষার জন্য কলেজে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের নোটিশ মত ১০ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে প্রাক্টিকাম পরীক্ষা সম্পন্ন হবে ।সে অনুযায়ী রাজ্যের ছাত্ররা অনেকে ১৬ ফেব্রুয়ারিও বিমান টিকেট কাটে। অনেকে ট্রেনেও কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়ে জানিয়ে দেয় প্রাক্টিকাম পরীক্ষার সুচি আপাতত স্থগিত রাখা হলো। বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন কমিটি মিটিং করে এই সিদ্ধান্ত নেয়। ১৪ ফেব্রুয়ারি রাতে এই সিদ্ধান্তর কথা জানিয়ে দেয় বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক । এখন ছাত্ররা নতুন করে অনিশ্চিতায় পড়েছে। তাদের নির্ধারিত পরীক্ষা আবার কবে হবে? যদিও সংশ্লিষ্ট বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে কয়েকদিনের মধ্যেই আবার পরীক্ষার রুটিন দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের তেইশের নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষে যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গে সংশ্লিষ্ট কলেজে চলে যেতে বলা হয়েছে। ১০ হাজারের মতো ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটিতে বি এড করছে। ১৬ ফেব্রুয়ারীর ভোট গ্রহণ পর্বের জন্য তাদের ভোটদান অনিশ্চিত হয়ে পড়েছিল। যার প্রেক্ষিতে প্রদেশ বিজেপি নির্বাচন কমিশনের কাছে যায় পরীক্ষার সূচি পিছিয়ে দেওয়ার জন্য। কমিশন তার প্রেক্ষিতে ইউনিভার্সিটিকে ভোটের দিনক্ষণ বাদ দিয়ে পরীক্ষা সূচি তৈরি করতে বলে। সে অনুযায়ী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বেশ কিছুটা দেরিতে তাদের সিদ্ধান্তের কথা জানায় মঙ্গলবার রাতে।