রবিবার বিশ্রামগঞ্জে বিজয় সংকল্প সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সিপিএম কংগ্রেস জোট করে কার্যত পরাজয় স্বীকার করে নিয়েছে। তাদের একা লড়াই করার ক্ষমতা নেই বলেও তিনি উল্লেখ করেন । এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, পার্শ্ববর্তী বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থীদের পাশে বসিয়ে শ্রীশাহ বলেন, এই নির্বাচন ত্রিপুরার জন্য একটি নির্ণায়ক নির্বাচন। রাজ্যবাসী বহু বছর ধরে কংগ্রেসের শাসন দেখেছেন, ৩৫ বছর বছর ধরে বামদের শাসন দেখেছেন।এই দুই দলের সরকার ত্রিপুরার উন্নয়নের জন্য, ত্রিপুরার গরীবদের জন্য, আদিবাসীদের জন্য কিছুই করেনি। ত্রিপুরাকে যেমন তেমন ভাবে ছেড়ে দিয়ে গেছে। তাই রাজ্যবাসী জোট সরকারকেই ক্ষমতায় চাইছে। বিগত পাঁচ বছরে এই সরকারই রাজ্যের উন্নয়ন করেছে। তিনি এদিন সিপিএম,কংগ্রেস এবং মথা- তিন দলকে ত্রিপল ট্রাবল বলেও উল্লেখ করেন। তিনি এদিন চন্ডিপুরেও সমাবেশে বক্তব্য রাখেন। এদিন তিনি আগরতলায় রোড শোতেও অংশ নেন।