গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানার পুলিশ এন.সি নগর এলাকা থেকে ২৪ বোতল বিলেতি মদ সহ কুমিল্লা জেলার জাকুনি পাড়া এলাকার বিল্লাল মিয়াকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ।শুক্রবার তাকে অবৈধ অভিবাসী ও ফরেনার্স ধারায় মামলা নথিভুক্ত করে কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি তাপস দাস।

































