দুটি পৃথক মামলায় তিনটি চুরির বাইক সহ তিনজন বাইক চোরকে আটক করতে সক্ষম হয়েছে কামথানা বিওপির বিএসএফ ও মধুপুর থানার পুলিশ।খবর নিয়ে জানা গেছে রবিবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার কোনাবন হরিহরদোলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় চুরি করা তিনটি দামি মোটর সাইকেল নিয়ে আসে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে।কিন্তু সীমান্তে কর্তব্যরত কামথানা বিওপির বিএসএফ জওয়ানরা তাদেরকে চ্যালেঞ্জ করলে একটি ক্ষেত্রে বাইক চোর আসামের একটি দামি বাইক ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বিএসএফ জওয়ানরা দুটি দামি বাইক সহ তিনজন চোরকে আটক করতে সক্ষম হয়েছে।জানা গেছে আটককৃত তিন চোর খোকন নমঃ রামনগর এবং বিমল দাস ও টিংকু সরকারের বাড়ি আগরতলা জয়নগর এলাকায়।আগামীকাল তাদের কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জী।ফলে চোর সহ চুরির বাইক উদ্ধারের ঘটনায় আবারও প্রমাণিত কমলাসাগর বিধানসভার সীমান্তবর্তী এলাকাগুলি এখনো পাচারকারীদের প্রথম পছন্দের তালিকায়।
































