রাবার বাগানের মাটির নিচে লুকিয়ে রাখা ৭২০ কেজি শুঁকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হল মেলাঘর থানার পুলিশ।গোপন সূত্রের খবরের ভিওিতে রবিবার মেলাঘর থানার পুলিশ, টিএসআর ও এসটিএফ যৌথ তল্লাশি অভিযান চালিয়ে তৈবান্দাল গামাইছড়া এলাকায় বনদপ্তরের রাবার বাগান থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানান নেশা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।তাই নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের যে জিরো টলারেন্স নীতি তা আগামীদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।
































