প্রকাশ্য বিশালগড় বাজারে বিএসএফ’র গাড়ি ভাঙচুর সহ বিএসএফ জওয়ানদের উপর এলোপাথারি আক্রমণের ঘটনায় রবিবার বিশালগড় থানার পুলিশের হাতে আটক কুখ্যাত গরু পাচারকারী মিঠুন করিম।আরও চার থেকে পাঁচ জন গরু পাচারকারীকে জালে তুলতে পুলিশের তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন বিশালগড় থানা কর্তৃপক্ষ।উল্লেখ্য শুক্রবার সকালে কামথানার দিক থেকে গরু বোঝাই গাড়ি বিশালগড়ের দিকে আসার সময় কামথানা বিওপি’র জওয়ানরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করে।কিন্তু গরু বোঝাই গাড়ি না দাঁড়িয়ে বিশালগড়ের দিকে ছুটতে থাকে।এরই মধ্যে গরু বোঝাই গাড়িটি বিশালগড় বাজারে একটি মারুতি ও টমটমকে ধাক্কা দিয়ে নিউ মার্কেটের সাপ্তাহিক গরু বাজারে পৌঁছে যায়।এরই মধ্যে পেছনে ধাওয়া করতে করতে বিএসএফ’র গাড়ি সহ জওয়ানরা নিউমার্কেট বাজারে
পৌঁছতেই গরু কারবারিরা গাড়ি ভাঙচুর সহ বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করে।এতে আহত হয়েছেন পাঁচজন বিএসএফ জওয়ান।পরে বিশালগড় থানার পুলিশ ওই গরু পাচারকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১২১/১৩২/১০৯/১২১/৩২৪/৩(৫) ধারায় মামলা নথিভুক্ত করে যার নম্বর BLG P.S Case No 104/2025.
































