৩১ অক্টোবর লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে শনিবার সকালে গকুলনগরস্থিত টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একটি বাইক রেলি।টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের বিভিন্ন ইউনিট থেকে মোট ১০৪ জন রাষ্ট্রীয় একটা দিবস উপলক্ষে এই বাইক রেলিতে অংশগ্রহণ করেছে।এদিন সকালে ব্যাটেলিয়ানের গ্রাউন্ড থেকে নড়সিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমীর উদ্দেশ্যে ফ্ল্যাগ অফ করেন আই জি কেরি মারাট, ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট ভানুপদ চক্রবর্তী, জি.আর.পির পুলিশ সুপার কিশোর দেববর্মা সহ অন্যান্যরা।
































