নিজস্ব প্রতিনিধি গোপাল সিং এর রিপোর্টঃ-
শুক্রবার খোয়াই থানাধীন পহরমুড়া বাল্লারবের এলাকায় বিপুল পরিমাণ হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতের নাম রিপন বিশ্বাস।গোপন সূএের খবরের ভিওিতে যৌথ অভিযানে নামে খোয়াই থানার পুলিশ ও সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির কর্মীরা।অভিযানের সময় রিপনের কাছ থেকে নগদ ১১ হাজার ৬শ টাকা এবং প্রায় ২০০টি খালি কৌটা উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে,এই কৌটাগুলো মাদক সংরক্ষণ ও বিক্রির কাজে ব্যবহার হওয়ার কথা।পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক পাচার চক্রের সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে।