বুধবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া স্টেশনের পাশে তৃষাবাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালায় তেলিয়ামুড়া থানার পুলিশ।তল্লাশি চালিয়ে ১৫ টি কেইসে মোট ২৯০ গ্রাম ব্রাউন সুগার সহ আসামের করিমগঞ্জের চারগোলা এলাকার বাসিন্দা মাধবী দে(৪৪)কে আটক করতে সক্ষম হয় পুলিশ।তার বিরুদ্ধে এনডুপিএস ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।