মধুপুর আনন্দ চৌমুহনী এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি।ঘটনা মঙ্গলবার রাতে মধুপুর থানাধীন রাস্তারমাথা কমলারসাগর রোডে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয়েছে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজে।খবর নিয়ে জানা গেছে আগরতলা যোগেন্দ্রনগর বনকুমারী এলাকার দুই যুবক তাদের TR01J4168 নম্বরের নিজস্ব অটো নিয়ে কমলাসাগর মাতাবাড়ি গিয়েছিল।বাড়ি ফেরার পথে আনন্দ চৌমুহনী এলাকায় রাস্তার একটি বাক নেওয়ার সময় চালক দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে।এতে দুমড়ে মুচড়ে যায় অটো গাড়িটি।