রাজ্যের পুনরায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা সিমনা চা-বাগান এলাকা।ঘটনা শনিবার সকালে সিমনার কৃষ্ণপুর চা-বাগান এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সুন্দরটিলা ফাঁড়ি ও সিধাই থানার পুলিশ সহ উচ্চপদস্থ আধিকারিকরা।এলাকার লোকজনরা মৃতদেহটি চিনতে না পারলেও।পরে মৃতদেহটি বিকাশ দেবনাথের বলে শনাক্ত করে পরিবারের লোকজন।জানা গেছে তার বাড়ি মোহনপুর গোপালনগর এলাকায়।গতকাল বিকেলে সে তার নিজ অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর ফিরেনি।
































