শুক্রবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ৭০ কেজি শুঁকনো গাঁজা সহ বিষ্ণু দেবর্বমাকে আটক করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ।খবর নিয়ে জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে উৎপেতে বসে বনকুমারি এলাকায়।তখন একটা সময় রাস্তারমাথার দিক থেকে মধুপুরের দিকে TR030447 নম্বরের অল্টো মারুতি গাড়িতে করে ৭০ কেজি শুঁকনো গাঁজা নিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।জানা গেছে আটককৃত লোকটির বাড়ি মধুপুর থানাধীন বড়বাড়ী এলাকায়।তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নথিভুক্ত করে কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি।