পাহাড়ে বিজেপি দলে যোগদান অব্যাহত।বুধবার টাকারজলা মন্ডলের উদ্যোগে আয়োজিত এক যোগদান সভায় ১০ জন ভোটার বিজেপি পতাকা তলে শামিল হয়েছে।পাহাড়ে এডিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি দলে যোগদান পর্ব চলছে জোড় কদমে।প্রতিনিয়ত পাহাড়ে সিপিআইএম, কংগ্রেস ও মথা থেকে দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে।রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সংসদ বিপ্লব কুমার দেবের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে স্বপ্ন তাকে সার্থক করার লক্ষ্যে বুধবার দুপুরে টাকারজলা মন্ডল সভাপতি নির্মল দেববর্মার বাসভবনে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।এ দিনের যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে দশজন ভোটার বিজেপি দলে যোগদান করেন।মন্ডল সভাপতি দল ত্যাগীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন।