<p dir="ltr"><em><strong>শনিবার চার কেজি শুঁকনো গাঁজা সহ আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে আটক দুই মহিলা।আটটি প্যাকেটে করে এই গাঁজা গুলি তারা দিল্লি নিয়ে যেতে চেয়েছিল।আটক কৃতরা হল রসুয়ান দেবী (২৫) ও রঞ্জু দেবী (৩০)।দুজন মহিলার বাড়িই বিহারের কাটিয়ার জেলায়।</strong></em></p>