<p dir="ltr"><em><strong>এক বাংলাদেশী সহ তিন ভারতীয় মানব পাচারকারী আটক পুলিশের হাতে।বুধবার গোপন সূএের খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন পুলিশ তাদের জালে তুলতে সক্ষম হয়েছে।আটককৃতরা হল মেহেদী হাসান,ইকবাল হোসেন,</strong></em> <em><strong>রিয়াজ হোসেন ও সুমেন্দ্র পাল।</strong></em> </p>