এক শিশু সহ দুই বাংলাদেশী আটক আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে।সঙ্গে আটক হয়েছে এক ভারতীয় মানব পাচারকারীও।আটককৃতরা হল জিনাত এরা(সঙ্গে দুই বছরের ছেলে), আরাফাত হোসাইন এদের প্রত্যেকের বাড়িই বাংলাদেশের ঢাকায়।সঙ্গে ভারতীয় দালাল শচীন কুমার বাড়ি বিহারের সমস্টিপুরে।