শুক্রবার গভীর রাতে সুতারমুড়াস্থিত বিজেপি পার্টি অফিসে দুষ্কৃতীদের অগ্নিসংযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।খবর নিয়ে জানা গেছে রাত আনুমানিক দেড়টা নাগাদ বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনে সুতারমুড়াস্থিত বিজেপি পার্টি অফিসে আগুন লাগার একটি কল আসে।খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে বিশালগড় থানার পুলিশসহ ফায়ার স্টেশনের কর্মীরা।তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় আগুন খুব একটা ধ্বংসলীলা চালাতে পারেনি।বিজেপি পার্টি অফিসের সামনের দরজাসহ অল্প কিছু জিনিস পত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।কিন্তু প্রাথমিকভাবে যা ধারণা এই আগুন লাগার পেছনে দুষ্কৃতি কারীদের হাত রয়েছে।এখন বিশ্রামগঞ্জ থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এই নাশকতার পেছনে কারা জড়িত।তবে চড়িলামের মন্ডল সভাপতি পরিবর্তনের পর তিপ্রা মথার সাথে বিজেপির সংঘর্ষ আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে বলে সাধারণের অভিমত।সাম্প্রতিক কালে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ।তবে ইদানিং চড়িলামে বিজেপি কর্মী থেকে শুরু করে পার্টি অফিস আক্রান্তের ঘটনার পেছনে কারণ সম্পর্কে তথ্যবিজ্ঞ মহলের ভিন্ন অভিমত সামনে উঠে আসছে।একটা অংশের বক্তব্য অনুযায়ী বর্তমান মন্ডল সভাপতির সঙ্গে শরিক দলের নেতৃত্বদের খুব একটা তালমিল হচ্ছে না।আরেকটা অংশের বক্তব্য অনুযায়ী নতুন মণ্ডল সভাপতি উপজাতি এলাকায় দলীয় কর্মসূচি বৃদ্ধি করার যে উদ্যোগ গ্রহণ করেছে তা মোটেই ভাল নজরে নিচ্ছে না মথার নেতৃত্বরা।ফলে চড়িলামের উপজাতি অধ্যুষিত এলাকায় বিজেপি যেন তার শক্তি বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যেই বিজেপি কর্মী এবং দলীয় পার্টি অফিস আক্রান্তের মূল কারণ বলে তথ্য বিজ্ঞ মহলের অভিমত।