অল্পতে রক্ষা পেল চালক সহ তিনজন।ঘটনা মঙ্গলবার গভীর রাতে বিশালগড় কলকলিয়া এলাকায়।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত অটো গাড়িটি থেকে চালক সহ তিনজনকে উদ্ধার করে।জানা গেছে কলকলিয়া থেকে কাঞ্চনমালা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। ঠিকাদার সাময়িক কাজ করার পর সেই রাস্তা তৈরি করার কাজ না করেই উধাও হয়ে যায়।বিশালগড় আর.ডি ব্লকের অন্তর্গত এই রাস্তাটি সংস্কারের দাবিতে একাধিকবার এলাকাবাসী আন্দোলন করেছে।ফলে কিছুটা কাজও হয়েছিল।পরে কোন এক অজ্ঞাত কারণে ঠিকেদার উধাও হয়ে যায়।ফলে রাস্তাটি এখনো সেই আগের মতই বেহাল দশার পাশাপাশি মরণফাঁধে পরিণত হয়ে আছে। গতকাল গভীর রাতের ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ।এখন কবে নাগাদ এই রাস্তা সারাই করতে সক্ষম হয় কর্তৃপক্ষ সেদিকেই তাকিয়ে সকলে।