রবিবার গভীর রাতে মধুপুর থানার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে পাঁচজন মানব পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে আগরতলা রেল স্টেশন পুলিশ।আটককৃতরা হল জয়ন্ত দাস,সমীর দাস,গৌর চাঁদ দেবনাথ উরফে সানু এদের প্রত্যেকের বাড়ি উত্তর কৈইয়াঢেপা এলাকায় এবং জাকির হোসেন ও মমিন মিয়া বাড়ি পুরাথল রাজনগর এলাকায়।