আবারও তিন বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে প্রথমে স্থানীয় এলাকাবাসী ও পরে বিএসএফের হাতে আটক হয়।অবৈধ পারাপারের এই ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভার কৈয়াঢেপা সীমান্তবর্তী এলাকায়।খবর নিয়ে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে তিন বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় স্থানীয় এলাকাবাসীরা চ্যালেঞ্জ করে তাদের আটক করে ভারতীয় ১২,৩০০ নগদ টাকা সহ ৪টি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।পরে খবর পেয়ে কৈয়াঢেপা বিওপির বিএসএফ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে।বুধবার তাদের জিজ্ঞাসাবাদের পর তুলে দেওয়া হয় মধুপুর থানার পুলিশের হাতে।জানা গেছে আটককৃতদের নাম রাস বিহারী দাস (৬২),শুভ্রজিৎ দাস(৪২) ও সংগ্রাম দাস(৫৪)।এদের প্রত্যেকের বাড়িই ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে।বাংলাদেশে ছাত্র আন্দোলন চলাকালে পরিস্থিতির অবনতি হওয়ায় দু-মাস আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে শিলচরে অবস্থান করছিল।এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় দালাল মারফত এই তিন বাংলাদেশী কমলাসাগরের কৈয়াডেপা সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল।এতে একটা বিষয় পরিষ্কার সীমান্তে কঠোর নজরদারির ঢাক ঢোল পেটালেও পাচারকারীদের তাতে কিছু যায় আসে না।তাদের পাচার বাণিজ্য চলছে দিব্যি।তবে স্বস্তির খবর হল মানব পাচারের সাথে যুক্ত দুই অভিযুক্তকে বুধবার সকালে মধুপুর থানার পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে কৈয়াঢেপার সীমান্তবর্তী এলাকা থেকে।তাদের একজনের নাম হৃদয় দাস ও অপরজনের নাম রং মিয়া।হৃদয় দাসকে আটক করা হয়েছে রোহিঙ্গা পাচার মামলায়।তার বিরুদ্ধে মধুপুর থানায় ভারতীয় ন্যায় সংহীতা আইনের 61(2)/143(3) ধারায়,পাসপোর্ট আইনের 3 ধারায় এবং Into india act 1920 & 14(A),14(C)of Foreigners act 1946 এ মামলা দায়ের করা হয়েছে।