গোপন খবরের ভিওিতে ৫০০ লিটার দেশি মদ সহ পুলিশের হাতে আটক দুই অভিযুক্ত।পাশাপাশি এই অবৈধ বাণিজ্যে ব্যবহার করা 07A0343 নম্বরের একটি মারুতি ওমনি গাড়িটিও আটক করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ।আশ্চর্যজনক ভাবে এতদিন মধুপুর থানার পুলিশের হাতে কোন সাফল্য ধরা না দিলেও ওসি পরিবর্তন হতেই অবৈধ কারবারিদের মাথায় বাজ পড়েছে।প্রথমত এতদিন যে সব অবৈধ কারবারিদের সাথে থানার রফা ছিল তা এক নিমিষেই বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।দ্বিতীয়ত মধুপুর থানার পুলিশের সাথে এখন বিএসএফও রোটেশন করে দিনে দুবার তিন ঘণ্টা করে মোট ছয় ঘন্টা নাকা চেকিং শুরু হয়েছে মধুপুর থানার বিভিন্ন পথে।ফলে এই পক্ষকালের মধ্যে মধুপুর থানার সীমান্ত এলাকা ব্যবহার করে বাংলাদেশীদের আনাগোনা অনেকটাই কমে গেছে।কারণ সম্প্রতি যতজন বাংলাদেশী ধরা পড়েছে তাদের বক্তব্য অনুযায়ী তারা কেউই এখন হরিহরদোলা,কোনবনের সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেনি।মধুপুর থানা পুলিশের বাড়তি এক্টিভিটিতে ভারতীয় ভূখণ্ডের মানব পাচারকারী চাঁইরাও এখন অনেকটাই বেশি সতর্কতা অবলম্বন করে চলছে।